গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
মহিলা বিষয়ক অধিদপ্তর
লালমোহন, ভোলা।
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
ভিশন: জেন্ডার সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুরক্ষা।
মিশন: নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নসহ উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণ।
প্রতিশ্রতি নাগরিক সেবা সমূহ
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান | সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (পদবী ও ইমেইল) |
০১ |
দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিডব্লিউবি) কর্মসূচি
|
ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতি ২ (দুই) বছর বা ২৪ মাস মেয়াদী ভিডব্লিউবি চক্রে লালমোহন উপজেলায় নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
লালমোহন, ভোলা।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়।
|
উপকারভোগী মহিলা বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ‘ছক’ এবং তালিকার চূড়ান্ত ‘ছক’ বিনামূল্যে প্রদান করা হয়।
|
২৪ মাস
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০২ |
দরিদ্র মা’র জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি | লালমোহন উপজেলাধীন ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা পর্যায় চলমান এ কর্মসূচি। নির্বাচিত ভাতাভোগীকে মাসিক ৮০০/-(আটশত) টাকা হারে ভাতাভোগীর স্ব স্ব ব্যাংক হিসাবে মোট ৩৬ মাস অর্থ প্রদান করা হয়। | নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লালমোহন, ভোলা- এ পাওয়া যায়।
ভাতাভোগীদের ডাটাবেইজ স্ব স্ব ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা কার্যালয়ে সংরক্ষিত থাকে। |
বিনামূল্যে | নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ৩ বছর মেয়াদের জন্য ভাতা পাবে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৩ | WTC প্রশিক্ষণ | পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নের জন্য আত্মনির্ভরশীল করার লক্ষে আধুনিক দর্জি বিজ্ঞান কোর্সে প্রতি ব্যাচে নির্বাচিত ৩০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আর্থিক সক্ষমতা অর্জনের জন্য ৬,০০০/- টাকা প্রদান করা হয়। | ১। আবেদন ফরম
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি |
বিনামূল্যে | নির্বাচিত উপকারভোগী ৩ (তিন) মাস প্রশিক্ষণ গ্রহন করতে পারবেন। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৪ | মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম | বর্তমান নীতিমালা অনুযায়ী প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাপ্ত বরাদ্দ জেলা ও উপজেলায় প্রেরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নির্ধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে ঋণ বিতরণ করা হয়। | ১। আবেদন ফরম
২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩। ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ৪। ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্থায়ী নাগরিক সনদ ৫। নন জুডিশিয়াল স্ট্যাম্প প্রাপ্তির স্থান: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লালমোহন, ভোলা। |
১। আবেদন ফরম বিনামূল্যে বিতরণ করা হয়।
২। তিন কপি ছবি= ১০০ টাকা+স্ট্যাম্প =৩০০ টাকা মোট মূল্য= ৪০০ টাকা উপকারভোগী কর্তৃক পরিশোধিত। |
প্রতি অর্থ বছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে (বন্যা, প্রাকৃতিক দূর্যোগের কারণে ঋণ বিতরণ বিলম্বিত হতে পারে।) |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৫ | নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম |
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,
লালমোহন, ভোলা। |
বিনামূল্যে | আবেদনের প্রেক্ষিতে কমপক্ষে ১৫ কার্যদিবস। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৬ | দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল | প্রাপ্ত আবেদন উপজেলা মনোনয়ন কমিটির মাধ্যমে আবেদন পত্র যাছাই বাছাই করে সুপারিশ সহ বোর্ড ও ট্রাষ্টির উপ-কমিটির নিকট প্রেরণ করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
|
বোর্ডের অনুমোদন সাপেক্ষে আর্থিক সাহায্য করা হয়। | ন্যূনতম ০৬ মাস |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৭ | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান বিতরণ | নির্ধারিত আবেদন ফরম পূরণ ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান বিতরণ করা। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
|
বিনামূল্যে | নির্ধারিত আবেদন ফরম পূরণ ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার তারিখ হতে পরবর্তী ৩ মাস পর্যন্ত। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৮ | জয়িতা অন্বেষনে বাংলাদেশ | নির্ধারিত আবেদন ফরম পূরণ ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার মাধ্যমে ০৫টি ক্যাটাগরিতে যথাক্রমে-(১) অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী (২) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী (৩) সফল জননী (৪) সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী (৫) নির্যাতনের বীভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুর করেছে যে নারী। আবেদনকারীকে যাচাই বাছাইযের মাধ্যমে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচন করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
|
বিনামূল্যে | প্রতি বছর ০৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
০৯ | দরিদ্র ও দুঃস্থ মহিলাদের আতœ-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ। | প্রশাসনিক মন্ত্রণালয়ের জিও প্রাপ্তির পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বিতরণ করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
|
জিওর নির্ধারিত শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজ পত্র সরবরাহের পর সেলাই মেশিন বিতরণ করা হয়। | জিওর জারীর তারিখ হতে পরবর্তী ৩ মাস পর্যন্ত। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
১০ | বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন | সরকার অর্থ বরাদ্দের প্রাপ্তিতে উপজেলা প্রশাসন এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে সাথে নিয়ে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা দিবসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে জন সচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
|
বিনামূল্যে | জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নির্ধারিত তারিখ। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
১১ | কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প | ১০ থেকে ১৮ বছরের ৩০ জন (২০ জন কিশোরী ও ১০ জন কিশোর) ক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত করা। আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের কিশোর কিশোরীদের ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া। | ১. জন্ম নিবন্ধনের ফটোকপি- ১ কপি
২. ছবি স্ট্যাম্প সাইজ- ২ কপি |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ইউনিয়ন পরিষদ |
বিনামূল্যে |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
১২ | একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প | ১ থেকে ১৮ বছরের কিশোর কিশোরীদের জীবনমান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ক্লাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। | জন্ম নিবন্ধনের ফটোকপি- ১ কপি | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ইউনিয়ন পরিষদ |
বিনামূল্যে |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|
১৩ | তথ্য অধিকার আইন-২০০৯ | সেবা গ্রহণকারীর সরাসরি আবেদন | তথ্য প্রদান ইউনিটঃ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লালমোহন, ভোলা। |
প্রকৃত মূল্য | অনুরোধ প্রাপ্তির তারিখ হইতে অনধিক ২০ কার্যদিবস। তথ্য প্রদানের সাথে অন্য শাখার সংশ্লিষ্টতা থাকলে ৩০ কার্যদিবস। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
লালমোহন, ভোলা।
ই-মেইল- dwalalmohan@gmail.com
|